ক্রিপ্টোগ্রাফি কী ?

কখনো কি মনে প্রশ্ন জেগেছে,আপনি আপনার বন্ধুদের সাথে প্রতিদিন যেসব ম্যাসেজ শেয়ার করেন, কিংবা ক্রেডিট কার্ডের তথ্য যেটা ব্যবহার করে অনলাইন শপিং করেন,সেগুলো কীভাবে সুরক্ষিত থাকে? এই সুরক্ষা দেয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি দুই পক্ষের যোগাযোগের সিক্রেট ল্যাংগুয়েজ,যা গোপনীয় ম্যাসেজ বা ডেটাকে এমনভাবে পাল্টে দেয় যেন ৩য় পক্ষ সেখান থেকে অর্থবহ কিছু পেতে না পারে।

কেন ক্রিপ্টোগ্রাফি ?

এই প্রশ্নের জবাবে যদি বলা হয়, “ক্রিপ্টোগ্রাফি কেন নয়?” ? একুশ শতক পুরোটাই যেখানে ডিজিটাল তথ্যের উপর নির্ভরশীল, সেখানে তথ্যের নিরাপত্তা স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক। তথ্য চুরি বা এর মাধ্যমে বড় বড় সাইবার হামলা ঠেকানোর জন্য প্রতিনিয়ত আমাদের যেখানে আরো শক্তিশালী অ্যালগরিদম দরকার হচ্ছে, সেখানে ক্রিপ্টোগ্রাফির কৌশলগুলোই ভিত্তি হিসেবে কাজ করছে। হ্যাকিংয়ের কথাই যদি বলি, ব্ল্যাক হ্যাট হ্যাকারদের অ্যাটাক থেকে ডেটাকে নিরাপদ রাখতে বড় বড় কোম্পানিগুলো হোয়াইট হ্যাট হ্যাকার পর্যন্ত এপোয়েন্ট করে ! ক্রিপ্টোগ্রাফি কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট।

Cryptacademy ও আমরা…

সিএসইতে ভর্তি হওয়ার প্রথম থেকেই খেয়াল করি, বাংলায় কম্পিটেটিভ প্রোগ্রামিং বা ডেটা স্ট্রাকচারের উপর ভালো মানের প্রচুর রিসোর্স থাকলেও সিকিউরিটির উপর তেমন কোনো রিসোর্স নেই; আগে থেকে এই বিষয়ের প্রতি দুজনেরই আগ্রহ ছিল, তাই ভাবলাম বাংলায় সিকিউরিটি নিয়েও কিছু কাজ করা দরকার, সেই তাড়না থেকে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম দিয়ে Cryptacademy সাইটের যাত্রা শুরু করলাম। কিন্তু অ্যালগরিদমের জ্ঞান শুধু ইনফরমেশনের নিরাপত্তা সম্পর্কে ধারণা দেয়, কীভাবে এগুলো ডেভেলপ করতে হবে, বা কোনো সিস্টেমের নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করে সঠিক পদক্ষেপ নিতে হবে, সে সম্পর্কে জানার জন্য CTF সম্পর্কে ধারণা থাকাও জরুরি, তাই ধীরে ধীরে CTF, cybersecurity, ethical hacking এর মতো বিষয়গুলোও সাইটে তুলে ধরার লক্ষ্য আছে আমাদের।

আশা রাখি, আমাদের এই ছোট্ট উদ্যোগ, সিকিউরিটি নিয়ে উৎসাহীদের জন্য একটা হেল্পফুল সোর্স হিসেবে কাজ করবে।

Share on: