স্ক্যামার ও ফেসবুকের মার্কেটপ্লেস
22 December, 2023
Symmetric Key একধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যেখানে এনকোড এবং ডিকোডের জন্য একটি key ব্যবহার করা হয় । ধরি আপনি একটি ম্যাসেজ আপনার বন্ধু কে গোপনভাবে পাঠাতে চান।ধরে নেই ম্যাসেজটি (“Hello Jared”),এখন এই ম্যাসেজটি এনক্রিপ্ট করতে ধরি একটা কী A নেওয়া হলো । এখন এই ম্যাসেজটা যার কাছে যাবে বা যে ডিক্রিপ্ট করবে সে আপনার ব্যবহৃত করা কী জানবে । এবং এই কী ব্যবহার করে ম্যসেজটা ডিক্রিপ্ট করবে ।
১৯৯০ সালের দিকে রন রাইভেস্ট হ্যাশ ফাংশন এর কন্সেপ্ট ব্যবহার করে Message Digest 4 ( MD4 ) নাম এ একটি এলগরিদম ডিজাইন করেন । ১৯৯২ সালের দিকে এই এলগরিদম কে বর্ধিত করে আরেকটি এলগরিদম বানান যেটার নাম হয় Message Digest 5 ( MD5 ) । পরবর্তীতে ১৯৯৩ সালে National Institute of Standards and Technology (NIST) MD5 এর সাথে মিল রেখে একটি এলগরিদম তৈরি করেন । এটাই Secure Hash Algorithm বা SHA-0 নামে পরিচিত । তবে এই আলগরিদমটি অতটা শক্তিশালি না হওয়ায় ১৯৯৫ সালে এটার ই নতুন ভার্সন আসে যেটা SHA-1 নামে পরিচিত ।
মনে করি দুইজন মানুষ X এবং Y । উদাহরণ হিসেবে X Y কে কোনো একটা মাধ্যমে চিঠি লিখে বলল যে আমি তোমার সাথে সোমবার দুপুর ২.৩০ এ অমুক জায়গায় দেখা করব । Y ম্যাসেজ টা পেয়ে সোমবার সেই জায়গায় গেল কিন্তু X কে সেখানে পেল না । তাই Y X কে ফোন দিয়ে জিজ্ঞেস করল,”কিরে তুই না ম্যসেজ দিলি যে দুপুর এ আসবি । কোথায় ? “ X অপরপাশ থেকে বলল ,” কই আমি তো কোনো ম্যাসেজ দেই নি । তাহলে ম্যসেজ কে দিল ? ”
” Cryptography is the ultimate form of non-violent direct action.”
-Julian Assange
ক্রিপ্টোগ্রাফি কী ?
কখনো কি মনে প্রশ্ন জেগেছে,আপনি আপনার বন্ধুদের সাথে প্রতিদিন যেসব ম্যাসেজ শেয়ার করেন, কিংবা ক্রেডিট কার্ডের তথ্য যেটা ব্যবহার করে অনলাইন শপিং করেন,সেগুলো কীভাবে সুরক্ষিত থাকে? এই সুরক্ষা দেয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি দুই পক্ষের যোগাযোগের সিক্রেট ল্যাংগুয়েজ,যা গোপনীয় ম্যাসেজ বা ডেটাকে এমনভাবে পাল্টে দেয় যেন ৩য় পক্ষ সেখান থেকে অর্থবহ কিছু পেতে না পারে।
কেন ক্রিপ্টোগ্রাফি ?
এই প্রশ্নের জবাবে যদি বলা হয়, “ক্রিপ্টোগ্রাফি কেন নয়?” ? একুশ শতক পুরোটাই যেখানে ডিজিটাল তথ্যের উপর নির্ভরশীল, সেখানে তথ্যের নিরাপত্তা স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক। আরো পড়ুন…
Author , Site Developer
Author, Editor