Symmetric Key একধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যেখানে এনকোড এবং ডিকোডের জন্য একটি key ব্যবহার করা হয় । ধরি আপনি একটি ম্যাসেজ আপনার বন্ধু কে গোপনভাবে পাঠাতে চান।ধরে নেই ম্যাসেজটি (“Hello Jared”),এখন এই ম্যাসেজটি এনক্রিপ্ট করতে ধরি একটা কী A নেওয়া হলো । এখন এই ম্যাসেজটা যার কাছে যাবে বা যে ডিক্রিপ্ট করবে সে আপনার ব্যবহৃত করা কী জানবে । এবং এই কী ব্যবহার করে ম্যসেজটা ডিক্রিপ্ট করবে ।
Symmetric Key কনসেপ্ট এর উপর ভিত্তি করে বিভিন্ন এলগরিদম ব্যবহার করা হয় ম্যাসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে । এদের মধ্যে কয়েকটি হলো-
Leave a Reply