Symmetric Key

Symmetric Key Encryption

Symmetric Key একধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যেখানে এনকোড এবং ডিকোডের জন্য একটি key ব্যবহার করা হয় । ধরি আপনি একটি ম্যাসেজ আপনার বন্ধু কে গোপনভাবে পাঠাতে চান।ধরে নেই ম্যাসেজটি  (“Hello Jared”),এখন এই ম্যাসেজটি এনক্রিপ্ট করতে ধরি একটা কী A নেওয়া হলো । এখন এই ম্যাসেজটা যার কাছে যাবে বা যে ডিক্রিপ্ট করবে সে আপনার ব্যবহৃত করা কী জানবে । এবং এই কী ব্যবহার করে ম্যসেজটা ডিক্রিপ্ট করবে । 

Symmetric Key কনসেপ্ট এর উপর ভিত্তি করে বিভিন্ন এলগরিদম ব্যবহার করা হয় ম্যাসেজ এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে । এদের মধ্যে কয়েকটি হলো-

  1. AES (Advanced Encryption Standard) 
  2. DES (Data Encryption Standard) 
  3. IDEA (International Data Encryption Algorithm) 
  4. Blowfish 
  5. RC4 (Rivest Cipher 4) 
  6. RC5 (Rivest Cipher 5) 
  7. RC6 (Rivest Cipher 6) 
Share on:

Category:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RECENT POST